লেখকঃ ইমরান নাঈম
Naeem.noak@gmail.com
২০২৩ সালে ফরজ হজ্জ এবং ২০২৪ সালে বদলী হজ্জ।
আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে হজ্জ আদায় করার তৌফিক দিয়েছেন এবং ইতিমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছেন।। হজ্জে যাওয়ার পুর্বে শারিরীক, মানসিক, এবং ভ্রমন প্রস্তুতি গুরুত্বপুর্ণ। আমাদের সক্ষমতা অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেস্টা করব৷ হজ্জ সফরের টুকিটাকি যা লাগে তা সবকিছুই দেশ থেকে গুছিয়ে নিবেন। ডায়েরি মেইনটেইন করার চেস্টা করবেন। আল্লাহর ঘরে মেহমান হিসাবে আপনার সামর্থের সবচেয়ে ভাল পোশাকটিই (এহরাম) পড়ার চেস্টা করবেন। এখানে হজ্জ সফরের টুকিটাকি জিনিসপত্রের সম্যক ধারণা দেওয়া হয়েছে। আপনার দৈনন্দিন জীবনে কোন জিনিস খুব জরুরী সেটা আপনি ভাল বলতে পারবেন এবং সেটা নিয়ে যাবেন। ব্যক্তির চাহিদা তার লাইফস্টাইল, আর্থিক সক্ষমতা , বয়স এবং তার চাহিদার উপর নির্ভর করে। কোন জিনিস আপনার কাছে অনেক দরকারী আবার অন্যের কাছে মুল্যহীন। এজন্য হজ্জ সফরে কিছু কমন জিনিস বাদে, সহায়ক জিনিস বিষয়ে ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা হয়।
চলুন আলোচনা করি
লাগেজ স্যুটকেস অথবা ট্রলিব্যাগ (৬৫ x ৪৫ x ২৫ সেমি ) হতে হবে। কোনো অবস্থায় গোলাকৃতি, দড়িবাঁধা ব্যাগ ইত্যাদি বিভিন্ন আকৃতির ব্যাগেজ গ্রহণযোগ্য হবে না। তবে রেপার দিয়ে রেপিং করে নিতে পারবেন। উপরে ইংরেজীতে নাম, পাসপোর্ট নাম্বার, হোটেলের নাম, এবং মোবাইল নাম্বার লিখে দিবেন। দুইটা ট্রলিব্যাগ ২৩ কেজি করে মোট ৪৬ কেজি এবং হাতের ব্যাগ এ ৭ কেজি মোট ৫৩ কেজি। আসার সময়ও সেইম একই ওজন এবং মাপ। অতিরক্ত ১-২ কেজি বেশি আনা যায়। এতে অসুবিধা হয় না। ১০ দিনের ওষুধ, ভিসা কপি, পাসপোর্ট, রিয়াল, টিকেট, গাইডবই অতিরিক্ত ১ সেট পরনের কাপড় হাত ব্যাগে নিবেন। ছুড়ি, কাচি, রশ্মি এগুলা বুকিং লাগেজে এ দিবেন। বুকিং লাগেজ হলো যে ব্যাগ আপনি জমা দিবেন।
এহরাম কাপড়:
হজের জন্য মিনিমাম ২ সেট এহরাম কাপড় নিতে হয়, তবে ৩ সেট নিলে ভালো হয়। কারণ হজের সময় তীব্র গরম ও রোদের কারণে কাপড় বারবার ভিজে যেতে পারে। এহরাম কাপড় ideally টাওয়েল টাইপ হওয়া উচিত। এর মধ্যে টেরি টাওয়েল এহরাম সবচেয়ে আরামদায়ক। যদি ২ সেট নেন, তবে একটি পাতলা ও একটি মোটা ধরনের নিন, যাতে বিভিন্ন আবহাওয়ায় ব্যবহার করা যায়। তীব্র রোদে হাঁটার সময় সুতির (থান) কাপড় এহরাম পরা এড়িয়ে চলুন। ৩ সেট নিলে, ও ১টি সুতির এহরাম নিতে পারেন।
মহিলাদের ক্ষেত্রে ঢিলেঢালা সুতি/লিলেন এর বোরকা, রেডিমেড হিজাব/খিমার, সেলোয়ার।
কোমরের বেল্ট:
পকেটসহ জিপার বেল্ট নিন যাতে মোবাইল, ডকুমেন্ট ও রিয়াল নিরাপদে রাখা যায়।
ভিড়ের সময় মূল্যবান জিনিস হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ২ টি বেল্ট নিবেন৷ একটা খুবই ভালো। আরেকটা সাপোর্টিং হিসাবে।
বুক ব্যাগ / ক্রসবডি ব্যাগ:
ছোট সাইজের, গলায় ঝুলানো বা ক্রসবডি ব্যাগ নিন যা পরে নামাজ পড়া সম্ভব।
রশি ব্যাগ / ব্যাকপ্যাক: (কাপড়ের)
মোটা রশির কাপড়ের ব্যাগ বা আরামদায়ক ব্যাকপ্যাক (কাপড়ের) বেছে নিন।হারাম শরিফে রশি ব্যাগ বা পাতলা কাপড়ের ব্যাগ ছাড়া অন্য ব্যাগ নিয়ে ডুকতে দেয় না।
জুতার ব্যাগ:
আলাদা ব্যাগ নিন জুতা রাখার জন্য অথবা পলিথিনে ভরে ব্যাকপ্যাকে রাখতে পারেন।
ছাতা:
ছোট ও হালকা ওজনের UV সানস্ক্রিন প্রটেকশন ছাতা অবশ্যই নিতে হবে।
সাধারণ ছাতা পরিহার করুন। সরাসরি মাথায় পরার ছাতাও পাওয়া যায়, হাঁটার জন্য সুবিধাজনক।
সানগ্লাস:
ভালো মানের ২টি সানগ্লাস অবশ্যই নিন। প্রাত্যহিক জীবনে ব্যবহার না করলেও, মক্কার সূর্যরশ্মি থেকে চোখ রক্ষায় এটি জরুরি।
কসমেটিকস (এহরাম অবস্থায় ব্যবহারের জন্য):
গন্ধহীন: সাবান, শ্যাম্পু, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, ভ্যাসলিন, টিস্যু হাতে-পায়ে ভ্যাসলিন বা সরিষার তেল ব্যবহার করুন। হজের সময় দীর্ঘ হাটা ও শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক ফেটে যেতে পারে। পেস্ট, কাপড় ধোয়ার জন্য সাবান বা ডিটারজেন্ট পাউডার নিতে পারেন। মেসওয়াক রাখা উত্তম, কারণ এহরাম অবস্থায় পেস্ট ব্যবহার করা উচিত নয়।
চাদর/ট্রাভেল বিছানা/হাওয়ার বালিশ:
একটি হালকা চাদর ও হাওয়া বালিশ সঙ্গে রাখুন। মুজদালিফার রাতের জন্য দরকারি জিনিস।
এহরামের জন্য জুতা:
পুরুষদের জন্য ২ ফিতার জুতা এবং মহিলাদের জন্য আরামদায়ক জুতা, অন্তত ২ জোড়া। মহিলাদের জন্য মোটা তাওয়াফ মোজা খুব প্রয়োজনীয়। দীর্ঘ হাটা ও ঠাণ্ডা টাইলসে পা ফুলে যেতে পারে।
পানির বোতল:
৫০০ml–১০০০ml হালকা ওজনের বোতল নিতে পারেন।
রশি ও ক্লিপ:
২০ মিটার কাপড় শুকানোর রশি ও কিছু ক্লিপ নিন।
জুব্বা, পাঞ্জাবি, লুঙ্গি, গামছা, গেঞ্জি:
প্রায় ৪০ দিনের হিসেব করে নিন, প্রয়োজন অনুযায়ী-৩-৪ সেট বা তার বেশি
ঔষধপত্র:
নিজের প্রয়োজনীয় ৪০ দিনের ওষুধ, প্রেসক্রিপশন ও মেডিকেল রিপোর্ট (যদি থাকে) সঙ্গে রাখুন।
সাধারণ রোগবালাইয়ের জন্য: গ্যাসের ওষুধ, প্যারাসিটামল, সর্দি-জ্বরের ওষুধ, গলার ও কাশি জনিত ওষুধ, নিজের না লাগলেও অন্য হাজিদের সাহায্য করতে পারবেন।
গরম পানির কেটলি ও রাইস কুকার:
যারা চা বেশি পান করেন বা নিজস্ব খাবারের প্রয়োজন হয়, তারা ছোট কেটলি বা রাইস কুকার নিতে পারেন।
ছোট পাতলা জায়নামাজ:
অত্যন্ত দরকারি। সব সময় একটি ট্রাভেল জায়নামাজ রাখুন।
থালা-বাটি-গ্লাস:
১টি করে নিলে ভালো, তবে না নিলেও সমস্যা নেই।
শুকনা দেশীয় খাবার:
চিড়া, গুড়, আচার, ভাজা মরিচ বা রুচিসম্মত কিছু হালকা খাবার নিতে পারেন।খাবার পাওয়া যাবে কি না তা কারো অভিজ্ঞতার ওপর নির্ভর করে। নিজের খাওয়া ও অন্য হাজিদের সাহায্যের জন্য সামান্য শুকনা খাবার নেওয়া ভালো।
টিস্যু পেপার:
ঘ্রাণহীন টিস্যু ৩–৪ বক্স রাখুন।
ধর্মীয় বই ও প্রয়োজনীয় কাগজপত্র:
ছোট কুরআন শরীফ, দোয়ার বই, গাইডবুক, ,নোট খাতা ও কলম, ভিসা, আইডি কার্ড এর ফটোকপি, পরিবারের সদস্যের মোবাইল নাম্বার, মুয়াল্লেম এর নাম্বার, হোটেল এর নাম ঠিকানা।
অন্যান্য প্রয়োজনীয় জিনিস:
কমোড কভার টিস্যু
পলিথিন গ্লাভস
ব্রাশ, টুথপেস্ট
চার্জার
ব্লেড, রেজার, কাঁচি, নেইল কাটার
পাথর ব্যাগ
মার্কার পেন
তাওয়াফ তাসবিহ
গামছা
লাগেজ র্যাপিং
ট্রাভেল ব্যাগ
ওয়াটার স্প্রে বোতল
আরো প্রয়োজনীয় কিছু জিনিস থাকতে পারে যা আপনার দরকার। সিংগেল আকারে জিনিসপত্র কেনার চেস্টা করুন। আল্লাহ আপনার প্রস্তুতি সহজ করে দিন।