যারা ব্যক্তিগতভাবে মেনিনজাইটিস টিকা শরীরে নিয়েছেন। তারা অনলাইনে নিবন্ধন করে, ঢাকা সিভিল সার্জন সিলেক্ট করে টিকা কার্ড ডাউনলোড করুন। তারপর তেজগাঁও থানা স্বাস্থ্য কেন্দ্রে গেলে, কেন্দ্র থেকে অনলাইনে এন্ট্রি করে দিচ্ছেন। পরবর্তীতে অনলাইন থেকে টিকা সনদ ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ। পাসপোর্ট এর ফটোকপি ও টিকা গ্রহণের প্রমানপত্র নিয়ে যাবেন
সকল জেলার সিভিল সার্জন অফিসে ভ্যাকসিন পাবেন/বাহির থেকে কিনে দিতে পারবেন
সৌদি সরকার কর্তৃক মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করার প্রেক্ষিতে ওমরা/হজ যাত্রী ভাইবোনদের নিকট বিনীত অনুরোধ: (গত ৪-৫ দিনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লিখছি)
১) যেহেতু আপনারা মহৎ উদ্দেশ্য নিয়ে হজ/ওমরা করতে যাচ্ছেন তাই, কোন অবৈধ পন্থা অবলম্বন না করে বৈধ পদ্ধতিতে টিকা দিয়ে সনদ গ্রহণ করুন।
২) আমরা এখনো জানিনা টিকার সনদ/টিকা কার্ড (টিকা দেওয়ার প্রমাণপত্র) সৌদি সরকারের অথরিটিগন কিভাবে চেক ব্যাক করবেন। যদি কোন ভাবে, তাদের কাছে কোন সন্দেহ অথবা পর্যাপ্ত প্রমাণপত্র না পায়, সে ক্ষেত্রে উক্ত যাত্রীকে সৌদিতে ঢুকতে না দেওয়া সম্ভাবনা সবচাইতে বেশি।
৩) সৌদি সরকার অথরিটি যদি কোন রকম অসৎ/অবৈধ টিকা সনদের ঘটনা প্রমাণসহ পায়, তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশের সকল হজ/ওমরা যাত্রীদের উপর সৌদি আরব ভ্রমণে কড়াকড়ি চলে আসবে।
এ বিষয়ে সাবধানতা অবলম্বনের জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ