ওমরাহ সফরে যাবেন, কি কি কেনাকাটা করতে হবে তা নিয়ে চিন্তা করছেন। চলুন একটা ধারণা দেওয়া যাক।
শুরুতে একটা বিষয় বলে রাখি, সফরে এক এক জনের অভিজ্ঞতা এক এক রকম হয়। অনেক কিছু নির্ভর করে ব্যক্তির লাইফস্টাইল এবং আর্থিক সক্ষমতার উপর। তবে যে কোন সফরের আগে প্রস্তুতি একটা গুরুত্বপুর্ন অংশ৷ এতে মানসিক শান্তি আসে।
চলুন দেখি একজন পুরুষের ওমরাহ সফরে যাওয়ার আগে কি কি জিনিস ব্যাগে নিবেন-
এহরাম কাপড়:
এহরাম কাপড় ২ সেট নিবেন। অনেকের এক সেট এ হয়ে যায়। কিন্তু কোন কারনে এক সেট নস্ট হয়ে গেলে বিপদে পরতে হয়। তাই ২ সেট নিরাপদ। মক্কায় আবহাওয়ার আদ্রতা অনেক কম। এজন্য একটু মোটা টাওয়েল এহরাম খুবি আরামদায়ক হয় যতই রোদ থাকুক। সাথে সুতির কাপড়ও এক সেট রাখতে পারেন। আল্লাহর ঘরে মেহমান হিসাবে যাবেন তাই একটু ভাল মানের ডিজাইনফুল এহরাম কেনার চেস্টা করবেন।
এহরাম বেল্ট:
এহরাম বেল্ট খুবি গুরুত্বপুর্ণ। এহরাম বাদে বাদ বাকি সব সেলাইযুক্ত পরতে পারবেন। কোমরে বেল্টের সাথে ব্যাগ সহ পাওয়া যায়। এতে সুবিধা হয় ভীড়ের মধ্যে মোবাইল, টাকা, ডকুমেন্ট কোমরে সামনের দিকে রাখা যায়। এই ধরনের এহরাম বেল্ট বেশি নিরাপদ। একটি বেল্ট হলেই হয়ে যায়।
বুকের ব্যাগ:
ব্যাগ টাইপ এহরাম বেল্ট নিলে, আলাদা বুকের ব্যাগ লাগে না।
পিঠের ব্যাগ:
হালকা কাপড়ের ব্যাগ নেওয়ার চেস্টা করবেন। মসজিদুল হারামে ভীড়ের মধ্যে বড়, মোটা ব্যাগ নিয়ে সহজে হাটা যায় না। হালকা সামানা যেমন পানির বোতল, কিছু শুকনা খাবার, কাপড়, এগুলা বহন করা যায়।
স্যান্ডেল:
ওমরাহর জন্য ২ ফিতার আরামদায়ক স্যান্ডেল নিবেন। পায়ে যদি সমস্যা থাকে তাহলে শুধু তাওয়াফ, সাই করার জন্য আলাদা সেন্ডেল নিবেন। যাদের পায়ে সমস্যা, অনেকে খালি পায়ে ১-২ কিলোমিটার টাইলসের উপর তাওয়াফ করতে কস্ট হয়ে যায়। সেক্ষেত্রে নতুন স্যান্ডেল ব্যবহার করতে পারবেন। শরীয়তে এতে কোন বাধা নেই। তবে চেস্টা করবেন খালি পায়ে তাওয়াফ, সায়ি করার।
জুতার ব্যাগ:
জুতার ব্যাগ গুরুত্বপুর্ণ জিনিস। মসজিদুল হারামে বাহিরে জুতা রাখা যায় না। ব্যাগে ভরে রাখতে হয়। আর না হলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি
মেসওয়াক: মেসওয়াক করা সুন্নত। এটি গুরুত্বপুর্ন জিনিস।
পকেট জায়নামাজ:
ট্রাভেল জায়নামাজ যে কোন ভ্রমনে রাখা জরুরী। মক্কা মদিনায় জিয়ারাহর সময় নফল ওয়াক্ত নামাজ আদায় করার জন্য লাগে।
বইপুস্তক:
ওমরাহ গাইড, দোয়া নোটবুজ, ডায়েরি, কলম, ছোট কুরআন শরীফ, জিকর বই।
পায়জামা/লুংগি/জুব্বা/পান্জাবি:
১০-১৫ দিন সফর অনুযায়ী ব্যবহার্য কাপড়।
সানগ্লাস: মক্কায় প্রখর রোদ থাকে এবং চোখের জন্য ক্ষতিকর। ভাল সানগ্লাস অবশ্যই নিবেন
চায়ের ইলেক্ট্রিক কেটলি: যদি খুব বেশি চা পানের অভ্যস্ত থাকেন তাহলে ছোট চায়ের ইলেক্ট্রিক কেটলি নিবেন